স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের জন্য মনোনয়ন পেলেন যারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ AM
হাঙ্গেরি সরকারের ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৩-২৪’ কর্মসূচির আওতায় বাংলাদেশের দুইশত সাত জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছেন। তাদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাঙ্গেরি সরকারের ’স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৩-২৪’ কর্মসূচির আওতায় স্নাতক পর্যায়ে ৮৪ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৮০ জন, ওয়ান টাইয়ার স্নাতকোত্তর পর্যায়ে ০৬ জন, এবং পিএইচডি পর্যায়ে ৩৭ জনসহ সর্বমোট ২০৭ (দুইশো সাত) জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন বৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। হাঙ্গেরি কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের অনলাইন পরীক্ষা গ্রহণ করা হবে এবং অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান নির্ধারিত হবে।
মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন https://shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_scholarship/aee82299_e136_4076_bab2_83b34a6a93c6/46.pdf
হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে এই স্কলারশিপ চালু হয়। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।
এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উৎসাহিত করা।