এডিবি-জেএসপি স্কলারশিপে ১০ দেশে উচ্চশিক্ষার সুযোগ 

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী

স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী © সংগৃহীত

এডিবি-জেএসপি স্কলারশিপে প্রতিবছরের মতো এবারও যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ২৯টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাবেন ৪০টি দেশের ১৩৫ শিক্ষার্থী। দুই বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শিক্ষাবৃত্তি–সুবিধা হচ্ছে ‘এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম। জাপান স্কলারশিপ প্রোগ্রামের (জেএসপি) আওতায় এডিবিভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য এ বৃত্তির সুযোগ পেয়ে থাকেন। ১৯৮৮ সাল থেকে চালু হওয়া এই বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তরে যেসকল কোর্সে অধ্যায়নের সুযোগ পাবেন:

১। সায়েন্স অ্যান্ড টেকনোলজি

• কৃষি

• বায়োলজিক্যাল সায়েন্স

• কম্পিউটার সায়েন্স

• প্রকৌশল

• পরিবেশ

• ফরেস্ট্রি

• জেনেটিকস

• হেলথ

২। ইকোনমিকস বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট

• অ্যাকাউন্টিং

• ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট

• কসার্ম, ই-বিজনেস

• এন্ট্রাপ্রেনিউরশিপ

• অর্থনীতি

• ফিন্যান্স

• ইন্টারন্যাশনাল কো-অপারেশন

• সমাজবিজ্ঞান

আরও পড়ুন: মাঠ পর্যায়ে কর্মী নিচ্ছে ব্র্যাক, যোগ্যতা এইচএসসি।

৩। ডেভেলপমেন্ট স্টাডিজ

• এশিয়া প্যাসিফিক স্টাডিজ

• ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট

• ডেভেলপমেন্ট স্টাডিজ

• ল অ্যান্ড পাবলিক পলিসি

• ইন্টারন্যাশনাল বিজনেস ল

• ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল

• পলিসি স্টাডিজ

• রাষ্ট্রবিজ্ঞান

• পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন

• পাবলিক পলিসি

সুযোগ-সুবিধা

• সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার সুযোগ।

• মাসিক আবাসন ভাতা।

• শিক্ষা সরঞ্জাম বাবদ ভাতা।

• হেলথ ইনস্যুরেন্সের সুবিধা।

• বিমান টিকিট।

• রিসার্চ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কলারশিপের আওতায়।

আবেদনের যোগ্যতা:

• বিজ্ঞপ্তিতে উল্লিখিত দেশের নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।

• স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে।

• তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হতে হবে।

• স্নাতক-পরবর্তী দুই বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

• সুস্বাস্থ্যের অধিকারী এবং বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

• পড়ালেখা শেষে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।

প্রয়োজনীয় নথি:

• পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর ছবি।

• একাডেমিক পেপারস।

• বার্ষিক ইনকাম ট্যাক্স সার্টিফিকেট।

• অভিভাবকের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট।

• ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার।

• দুটি রেফারেন্স লেটার।

• সিভি।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে স্নাতকোত্তর শুরু করার পরিকল্পিত সময়ের অন্তত ছয় মাস আগে এই স্কলারশিপের জন্য আবেদন পাঠাতে হবে এবং অবশ্যই আবেদনকারীর পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া এবং সময়সীমা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে । 

আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program#1 

বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে ক্লিক করুন https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program

অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9