সম্পূর্ন বিনামূল্যে রোমানিয়ায় উচ্চশিক্ষার সুযোগ 

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
রোমানিয়া

রোমানিয়া © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া সরকার। প্রতিবছর বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশগুলোর নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। আবেদন শেষ হবে আগামী ১ মার্চ। 

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। আয়তনের দিক থেকে রোমানিয়া ইউরোপের ১২তম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিবেচনায় রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নে ষষ্ঠ দেশ। দেশটির রাজধানী বুখারেস্ট। ফ্রান্সের রাজধানী প্যারিসের সঙ্গে গঠনশৈলীর বিবেচনায় সামঞ্জস্য থাকায় অনেকে বুখারেস্টকে পূর্ব ইউরোপের প্যারিস হিসেবে আখ্যা দিয়ে থাকেন। রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। শিক্ষার দিক থেকেও দেশটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে। 

রোমানিয়ার কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস ইত্যাদি। 

সুযোগ-সুবিধাসমূহ:

(১) সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

(২) ডরমিটরিতে বিনামূল্যে আবাসনের ব্যাবস্থা।

(৩) মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো করে প্রদান করা হবে।

(৪)স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭০ ইউরো প্রদান করা হবে।

(৫) পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করা হবে।

প্রয়োজনীয় নথি:

* জীবন বৃত্তান্ত (সিভি)।

* স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম।

* যে ইউনিভার্সিটি পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম।

* যাবতীয় শিক্ষা সনদ এবং ট্রান্সক্রিপ্টের কপি।

* জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি।

* পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ এবং সেই সঙ্গে প্রথম তিন পৃষ্ঠা।

* মেডিকেল সার্টিফিকেট।

* ইউরো পাস ফরম্যাটের সিভি।

* দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

* আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারী চিঠি।

* এক্সট্রা কারিকুলাম এর সার্টিফিকেট। (যদি থাকে)। 

আবেদন প্রক্রিয়া:-অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং  বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।https://scholarships.studyinromania.gov.ro/scholarship-about

পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইবিতে জাতীয় ছাত্রশক্তির হ্যাঁ ভোটের প্রচারণা
  • ২৪ জানুয়ারি ২০২৬