কেএনবি স্কলারশিপ নিয়ে পড়ুন ইন্দোনেশীয়ায় 

স্কলারশিপ
স্কলারশিপ  © প্রতীকী ছবি

বাংলাদেশী শিক্ষার্থীদের স্নাতক,স্নাতকোত্তর এবং পিএউচডি প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশীয় সরকার। “বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং ( কেএনবি) ” স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি ২০২৩। 

ইন্দোনেশিয়ান সরকারের অন্যতম  মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে “বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং (কেএনবি) ” স্কলারশিপ। দেশটির ২৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যাবে।

সুযোগ-সুবিধাসমূহ:

• প্রতি মাসের শিক্ষাবৃত্তি প্রদান করবে।

• সব ধরনের বই ও অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্য একটি নির্দিষ্ট অর্থ প্রদান করবে।

• বিমান খরচসহ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত খরচ প্রদান করবে।

• ডরমিটরিতে থাকার সুবিধা।

• স্বাস্থ্যবিমা প্রদান করবে।

আরও পড়ুন: র‌্যাংকিংয়ে বেহাল দশা নবীন বিশ্ববিদ্যালয়ের

আবেদনের যোগ্যতা:

• স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে।

• বয়স স্নাতকের জন্য সর্বোচ্চ ২৫,স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩৫ এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। 
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।( IBT TOEFL, IELTS, TOEIC )।

• ইন্দোনেশিয়ান দূতাবাস বা ইন্দোনেশিয়ান কনস্যুলেট জেনারেল থেকে KNB স্কলারশিপের জন্য আবেদন করার জন্য সুপারিশ পত্র প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথি:

• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি।

• একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।

• রিকমেন্ডেশন লেটার।

• ভাষা দক্ষতার সনদ।( সনদপত্রটি অবশ্যই গত ২ বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে)।

• মেডিকেল ক্লিয়ারেন্স।

• রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: প্রথমেই শিক্ষার্থীদের অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের পর একটি আমন্ত্রণপত্র দেওয়া হবে দূতাবাস থেকে।

পরবর্তী ধাপ মনোনয়নপত্র সংগ্রহ। দূতাবাস থেকেই মনোনয়নপত্র দেওয়া হয়। এটি সংগ্রহের সময় নিজ পরিচয়ের প্রমাণের জন্য আমন্ত্রণপত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধনের সনদ অথবা শিক্ষাসনদের কপি সঙ্গে রাখতে হবে।

মনোনীত হলে পরবর্তী ধাপে ভিসার জন্য দূতাবাসে যোগাযোগ করতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে যেন পাসপোর্টের মেয়াদ ন্যূনতম দুই বছর থাকে। দূতাবাস থেকে সাধারণত এক বছর ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি দেওয়া হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://knb.kemdikbud.go.id/


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence