ফুল-ফ্রি স্কলারশিপে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, আজই শেষ হচ্ছে আবেদন

ফুল-ফ্রি স্কলারশিপে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ
ফুল-ফ্রি স্কলারশিপে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে পছন্দের গন্তব্য কানাডা। স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ে কানাডায় স্কলারশিপ পেতে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে দ্য ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল অব কানাডা। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম নামে এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ-মাস্টার্স (সিজিএস-এম) প্রোগ্রামের উদ্দেশ্য শিক্ষার্থী গবেষণার দক্ষতা বাড়ানো ও প্রশিক্ষণ প্রদান। স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের এই প্রোগ্রামের আওতায় আর্থিক সুবিধাও দেবে। এটি একটি ফুল ফ্রি বৃত্তি।

দ্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব রিসার্চ (সিআইএইচআর), দ্য ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি) ও দ্য সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল (এসএসএইচআরসি) যৌথভাবে এই বৃত্তি দিয়ে থাকে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।

যোগ্যতা: 

* সিজিএস-এম অ্যালোটমেন্টভুক্ত কানাডার কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা ডক্টরাল লেভেলে ভর্তির জন্য আবেদন করতে হবে।

* ৩১ ডিসেম্বরের মধ্যে আগের পড়াশোনা শেষ করতে হবে।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করুন চালমার্স ইউনিভার্সিটিতে

* এই প্রোগ্রামের আওতায় এক বছর কানাডায় থাকতে হবে।

* সিআইএইচআর, এনএসইআরসি বা এসএসএইচআরসি থেকে আগে কোনো বৃত্তি পেলে আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এনএসইআরসির ওয়েবসাইটে গিয়ে রিসার্চ পোর্টালের এই লিংক আবেদন করতে হবে। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ