বিনামূল্যে অংশগ্রহণ করুন জার্মানির ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে  

১০ নভেম্বর ২০২২, ০৪:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

তিনমাস মেয়াদী ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানির ফরেইন কালচার রিলেশন ইন্সটিটিউট (আইএফএ)। বাংলাদেশসহ মোট ৪৬টি দেশের নাগরিকরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ ডিসেম্বর।

জার্মানির সবচেয়ে প্রতীক্ষিত এবং বিখ্যাত প্রোগ্রাম হচ্ছে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম। সিসিপি-২০২৩ জার্মানির ফেডারেল ফরেন অফিস দ্বারা স্পন্সর করা হয়েছে। ক্রসকালচার প্রোগ্রামটি এমন মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে যারা প্রাসঙ্গিক সংস্থায় তাদের কাজের মাধ্যমে সমাজের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। অংশগ্রহণকারীরা প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

আরও পড়ুন: ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩০০০

এ প্রোগ্রামটি পলিসি এন্ড সোসাইটি, মিডিয়া এন্ড কালচার, মানবাধিকার ও শান্তি, টেকসই উন্নয়ন, ডিজিটাল সিভিল সোসাইটি, পলিটিকাল এডুকেশন এবং ক্লাইমেট জাস্টিস এর গুরুত্বপ্রদান করে। ২০২৩ সালে প্রোগ্রামটি বিশেষভাবে ‘ডিজিটাল সিভিল সোসাইটি’, ‘ক্লাইমেট জাস্টিস’ এই দুইটি মূল বিষয়ের উপরে গুরুত্বপ্রদান করবে। তবে এইবারের প্রোগ্রামে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না।

যেসব দেশের নাগরিকরা আবেদনের যোগ্য:
বাংলাদেশ, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, মিশর, জর্জিয়া, জার্মানি, গুয়াতেমালা, হাইতি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, মরক্কো, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন অঞ্চল, কাতার, মলদোভা প্রজাতন্ত্র, রাশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, তিউনিসিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান।

সুযোগ-সুবিধাসমূহ:
• প্রতি মাসে ৫৫০ ইউরো প্রদান করা হবে।
• বিমানে আসা-যাওয়ার খরচ।
• আবাসন ব্যবস্থা।
• গণপরিবহণের খরচ।
• ভিসা ফি।
• স্বাস্থ্য বীমা।

যোগ্যতার মানদণ্ড:
• আবেদনের সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে।
• ইংরেজি দক্ষতা থাকতে হবে।
• কমপক্ষে ২ বছর স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার অভিজ্ঞতা।
• সুস্বাস্থ্য থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
• জীবন বৃত্তান্ত (সিভি)।
• মোটিভেশন লেটার।
• রেফারেন্স লেটার। ( কর্মক্ষেত্র থেকে ) । 
• ইংরেজি দক্ষতা সনদ (ঐচ্ছিক)।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://applications-ccp.ifa.de/CCP-Fellowships-2023-for-applicants-from-Bangladesh-eng-f680.html  
বিস্তারিত জানতে ক্লিক করুন https://applications-ccp.ifa.de/about-the-program.html

বাংলাদেশ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে জয়ের আ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান হামলা, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গ্রীনল্যান্ডে পেঙ্গুইনের সঙ্গে হাঁটছেন ট্রাম্প, এআই ছবি প্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের
  • ২৪ জানুয়ারি ২০২৬