কুরআন তেলওয়াতে ফার্স্ট হয়েছিলেন, পুরস্কার নেওয়ার আগেই মৃত্যুর কোলে ফাহিম আশরাফ

ফাহিম আশরাফের পুরস্কার গ্রহণ করছেন তার বাবা ও ছোট ভাই
ফাহিম আশরাফের পুরস্কার গ্রহণ করছেন তার বাবা ও ছোট ভাই  © সংগৃহীত

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উমরা যাওয়ার সুযোগ পেয়েছিলেন অনার্স পড়ুয়া ফাহিম আশরাফ। কিন্তু পুরস্কার নেওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। এ বিষয়ে পোস্ট করেছেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। আজ রবিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। 

পোস্টে তিনি লেখেন, আকস্মিক মৃত্যুতে উমরায় যাওয়া হচ্ছে না কুরআন প্রতিযোগিতার উমরা বিজয়ী অনার্স পড়ুয়া ফাহিম আশরাফের। তবে ফাহিম আশরাফের পুরস্কারের অর্থে উমরা করবেন তার বাবা, পাশপাশি আমাদের একজন প্রতিনিধি ফাহিম আশরাফের তরফ থেকে বদলি উমরা করবেন। উমরা বিজয়ী প্রথম স্থান অর্জনকারীর অপ্রত্যাশিত মৃত্যু কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ধাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের হলরুমে শোকের গভীর ছায়া ফেলেছিল।

আহমাদুল্লাহ লেখেন, তারপরও অনাড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে বিজয়ীদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এরই মাধ্যমে সমাপ্ত হলো ১৫ লক্ষ টাকার পুরস্কার সংবলিত কুরআন পাঠ ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারী ৩ জন পাচ্ছেন উমরায় যাওয়ার সুযোগ, দ্বিতীয় স্থান অর্জনকারী ৩ জনের প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা সমমূল্যের পারিবারিক লাইব্রেরি, তৃতীয় স্থান অর্জনকারী ৬ জন পেয়েছেন ৬ টি ট্যাব এবং চতুর্থ স্থান অর্জনকারী ১০৫ জন পেয়েছেন ১ হাজার টাকা সমমূল্যের রকমারি গিফট ভাউচার।

তিনি আরও লেখেন, দ্বিতীয় স্থান অর্জনকারী তিন বিজয়ীর প্রত্যেকেই ছিলেন নারী এবং প্রথম স্থান অর্জনকারীর একজনও নারী। বিষয়টি প্রমাণ করে, দীনি চেতনা লালন ও জ্ঞানচর্চায় নারীরা পুরুষদের থেকে পিছিয়ে নেই। আমাদের এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, বুয়েট-ঢাবিসহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; এমনকি খেটে খাওয়া সাধারণ মানুষও। আমাদের এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বছর জুড়ে ব্যাপকভিত্তিক কুরআন চর্চা। আপনারা যেভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাতে আমাদের প্রচেষ্টা অনেকটাই সার্থক।


সর্বশেষ সংবাদ