মাতা-পিতার অবাধ্যতার কঠিন পরিণতি

  © সংগৃহীত

মা-বাবার আনুগত্য সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। শরিয়তসম্মত কোনো বিষয়ে কখনো তাঁদের অবাধ্যতা করা যাবে না। তাদের অবাধ্যতা আল্লাহর অবাধ্যতার সমতুল্য। তাই তাঁদের সঙ্গে কোমল আচরণ করা সবার কর্তব্য।

হাদিস শরিফে এসেছে,
- أَلا أُنَبِّئُكُمْ بأَكْبَرِ الكَبائِرِ قُلْنا: بَلَى يا رَسولَ اللَّهِ، قالَ: الإشْراكُ باللَّهِ، وعُقُوقُ الوالِدَيْنِ، وكانَ مُتَّكِئًا فَجَلَسَ فقالَ: ألا وقَوْلُ الزُّورِ، وشَهادَةُ الزُّورِ، ألا وقَوْلُ الزُّورِ، وشَهادَةُ الزُّورِ فَما زالَ يقولُها، حتَّى قُلتُ: لا يَسْكُتُ.

আবু বাকারাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) (তিন বার) ইরশাদ করেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সাহাবিরা বললেন, অবশ্যই করবেন। তিনি বলেন, ‘তা হলো, আল্লাহর সঙ্গে শিরিক ককরা, মাতা-পিতার অবাধ্য হওয়া। একথা বলেই তিনি উঠে বসেন। এর আগে তিনি হেলান দেওয়া ছিলেন।

অতঃপর বলেন, এবং মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া।’ তিনি একথা বার বার বলতে থাকেন। বর্ণনাকারী সাহাবি বলেন, আহ, তিনি যদি কথা বলা করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৫৯৭৬)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence