প্রতীকী ছবি © সংগৃহীত
হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা দেওয়া হবে। সম্প্রতি এ বিষয়ে হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের হজযাত্রীদের অবশ্যই টিকা নেওয়ার আগে নির্ধারিত সময়ের মধ্যে সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাধ্যতামূলক পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest P/A view (রিপোর্টসহ), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) এবং Blood Grouping and Rh Typing।
এছাড়া দুরারোগ্য ব্যাধি শনাক্তের প্রয়োজনে (প্রযোজ্য ক্ষেত্রে) আরও কিছু বিশেষ পরীক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালন করতে পারবেন।