রোজায় সুস্থ থাকার ৫ উপায়

২৩ মার্চ ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৮ PM

© সংগৃহীত

পবিত্র রমজান মাস একদিকে আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস অর্জনের মাস; দুস্থ, বঞ্চিত ও অভাবীদের কষ্ট অনুধাবনের মাস; তেমনি শারীরিকভাবে সুস্থ থাকা এবং নিয়মিত জীবন যাপন করা খুবই গুরুত্বপূর্ণ। রোজা রাখার সময় দীর্ঘক্ষণ খাওয়া-দাওয়া বন্ধ থাকে। ফলে শরীরে দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হতে পারে।

তবে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে, কিছু করণীয় ও বর্জনীয় অনুসরণের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসে সুস্থ থাকার সুযোগও আমরা নিতে পারি।

পর্যাপ্ত পানি পান
রমজান মাসে লম্বা সময় না খেয়ে থাকতে হয়। এ ছাড়া গরমে ঘামে শরীর থেকে অনেক পানি বেরও হয়ে যায়। তাই এ সময় ডিহাইড্রেশন রোধ করতে ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত প্রচুর পানি পান করা উচিত। এ ছাড়া সারা দিন হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে ইফতারের পর থেকে সাহরির সময় পর্যন্ত তরমুজ, শসা ও স্যুপের মতো হাইড্রেটিং খাবার খাওয়া উচিত।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
রমজান মাসে বেশি করে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এ সময় ইফতারে ডুবো তেলে ভাজা খাবার বা বাইরের খাবার এড়িয়ে চলাই উত্তম। এ সময় চর্বিহীন প্রোটিন, ফাইবার-সমৃদ্ধ খাবার খাওয়া উচিত; যা শরীরে শক্তির সঞ্চার করে এবং রোজার সময় তৃপ্তি বাড়াতে কাজ করে।

পরিমিত ব্যায়াম
রোজার মাসে যেহেতু লম্বা সময় না খেয়ে থাকতে হয় তাই শরীরে শক্তি ধরে রাখতে এ সময় ব্যায়াম এড়িয়ে চলাই ভালো। চাইলে হালকা-পাতলা ব্যায়াম করা যেতে পারে। যেগুলোতে শরীর ক্লান্ত হবে না। তবে রক্ত সঞ্চালন বাড়াতে, মেজাজ ভালো রাখতে হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে পারেন। এ ক্ষেত্রে হাঁটা, যোগব্যায়াম বা স্ট্রেচিংয়ের মতো কাজগুলো বেছে নিন।

সাহরিতে স্বাস্থ্যকর খাবার
সারা দিন যেনো শরীরে শক্তি থাকে এবং হাইড্রেশন থাকে তাই সাহরিতে পুষ্টিকর এবং তরলযুক্ত খাবার খাওয়া উচিত। ডিম, দই, দুধ এ জাতীয় খাবার শরীরে শক্তির সঞ্চার করে। এগুলো খেলে সারা দিন শক্তি থাকবে। এ ছাড়া ভাত, সবজি , কলা পেট ভরপুর রাখে। তবে সাহরিতে অতিরিক্ত ক্যাফেইন, নোনতা খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। এ ধরনের খাবার রোজার সময় তৃষ্ণা ও পানিশূন্যতা সৃষ্টি করে।

পর্যাপ্ত ঘুম
অনেকের অভ্যাস আছে রাতে না ঘুমিয়ে একবারে সাহরি খেয়ে ঘুমান। কিন্তু এই অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয়। এতে শরীরে ক্লান্তিসহ নানা রকম সমস্যার দেখা দিতে পারে। তাই রোজার মধ্যে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও নিশ্চিত করা উচিত।

রমজান মাস একটি আত্মশুদ্ধি ও ধর্মীয় প্রক্রিয়া, তবে এটি শরীর ও মনকে সুস্থ রাখতে কিছু সঠিক অভ্যাসও প্রয়োজন। সাহরি ও ইফতারিতে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং হালকা ব্যায়ামসহ কিছু সাধারণ স্বাস্থ্যসেবী পরামর্শ মেনে চললে রোজা রাখার সময় সুস্থ থাকা সম্ভব। সুস্থ রোজা পালন করতে এই সহজ কৌশলগুলো অনুসরণ করুন, যাতে আপনি এই পবিত্র মাসটি শান্তি, শক্তি ও সুস্থতার সাথে উপভোগ করতে পারেন।

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি
  • ১৮ জানুয়ারি ২০২৬
৪৭ আসন ভাগ হবে কীভাবে জানালেন ১০ দলীয় জোটের নেতারা
  • ১৮ জানুয়ারি ২০২৬
চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ …
  • ১৮ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9