নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণ

হাসান মাহমুদের হাতে  ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন নেপালের উপ-রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুঁনে
হাসান মাহমুদের হাতে  ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন নেপালের উপ-রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুঁনে   © সংগৃহীত

বাংলাদেশি তরুণ প্রকৌশলীদের কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়নে কাজ করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি তরুণ হাসান মাহমুদ। রোববার (২১ নভেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ আয়োজিত এক সামিটে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ নামের এই পুরস্কার পান তিনি। 

ওই অনুষ্ঠানে নেপালের উপ-রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুঁনে হাসান মাহমুদের হাতে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন। এবারের সামিটে সারা বিশ্বের শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন।

প্রকৌশল বিষয়ে পাশ করা মাহমুদ নিজ পেশার পাশাপাশি প্রকৌশল ছাত্র-ছাত্রীদের একাডেমিক মানোন্নয়ন ও কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সেই কাজের স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক ওই পুরস্কার পেলেন তিনি। 

প্রকৌশলী হাসান মাহমুদ ‘স্কুল অব ইঞ্জিনিয়ার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। সংগঠনটি এখন পর্যন্ত দেশের প্রায় ৫ লক্ষেরও বেশি তরুণ প্রকৌশলীর দক্ষতা উন্নয়নে কাজ করেছে। দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে রয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবক টিম। 


সর্বশেষ সংবাদ