বাংলাদেশি তরুণের ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা

আশরাফুল আলম শোভনের ছবি

আশরাফুল আলম শোভনের ছবি © টিডিসি ফটো

পৃথিবীর সেরা সেরা আলোকচিত্রী তাদের ১০ হাজারেরও বেশি ছবি সেখানে জমা করেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে এসে আশরাফুল আলম শোভনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।

হাজার হাজার ছবি থেকে প্রথম পর্যায়ে ৫০টি ছবি বাছাই করা হয়। বিচারকদের নির্বাচিত সেই ৫০টি ছবি ছেড়ে দেয়া হয় অনলাইন ভোটের জন্য। অনলাইনে আলোকচিত্রীদের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে এসে আশরাফুল আলম শোভনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘আগোরা’র ২০২০ সালের ‘ফ্যাশন’ থিমের সেরা পুরস্কারটি জিতলেন বাংলাদেশের আলোকচিত্রী আশরাফুল আলম শোভন । 

বুধবার(১৮ নভেম্বর) আগোরা কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় আশরাফুল আলম শোভনকে এই তথ্য নিশ্চিত করেছে। 

আশরাফুল আলম শোভন সাভার কাজীমোকমাপাড়ার এলাকার মোহাম্মদ আলীর এর ছেলে। তিনি বর্তমানে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। যে ছবিটা আগোরায় প্রথম হয় সেটা ২০১৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শরৎকালে সদ্য ফোঁটা কাশফুলের মাঝে তোলা। 

স্পেনের বার্সেলোনায় ‘আগোরা’ প্রতিবছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল ‘ফ্যাশন’। পৃথিবীর সেরা সেরা আলোকচিত্রী তাদের ১০ হাজারেরও বেশি ছবি সেখানে জমা করেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে এসে আশরাফুল আলম শোভনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।

আশরাফুল আলম শোভন বলেন, আমার ফটোগ্রাফির শুরুটা হয় শখের বসে, তারপর ধীরে ধীরে ছবি তোলাটা নেশায় পরিণত হয়ে যায়। ২০১৬ সাল থেকে ছবি তোলা শুরু করি, প্রথমদিকে সব ধরনের ছবি তোলা হতো। এরপর হঠাৎ করে ফুল, ন্যাচার আর পোট্রেট ছবি তুলতে ভালো লাগতে শুরু করে। ২০১৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ছবিটি তুলি। 

হাজারও ছবির মধ্যে নিজের ছবিটি সেরাদের সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশরাফুল আলম শোভন বলেন, আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় অনেক বেশি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মতো না। আগামীতে কাজ করতে আরও উৎসাহ পাব।

‘রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘ…
  • ২১ জানুয়ারি ২০২৬
সরকারের প্রচারণা গণভোটের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে: বিএ…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার কথা বলে তারেক রহমান নির্বাচনী প…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘চিহ্নিত সন্ত্রাসী নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, সে…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9