বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রেমের সম্পর্কে প্রতারণা রোধে সমাবেশ

২৬ মে ২০২২, ০৯:৩৯ PM
প্রেমের সম্পর্কে প্রতারণা রোধে সমাবেশ

প্রেমের সম্পর্কে প্রতারণা রোধে সমাবেশ © সংগৃহীত

প্রেমের সম্পর্কে প্রতারণা রোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ মে) বেলা দেড়টায় মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশ করে আয়োজক শিক্ষার্থীরা। প্রতারণার কোনো অভিযোগ পেলে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রণয়নের দাবি জানান তারা৷

আন্দোলনকারীরা জানিয়েছেন, এ ব্যাপারে আগামী রবি (২৯ মে) উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হবে। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় সমাবেশের আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে প্রেমের সম্পর্কে প্রতারণা প্রধান কারণ হিসেবে সামনে আসে৷ এছাড়া সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন সংশ্লিষ্টরা।

তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আন্তরিক। কিন্তু বর্তমান সময়ে মহামারির মতো প্রতারণার বিষয়টি সামনে আসছে। এক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ব্যাপারে এমন অভিযোগ উঠলে বিষয়টি অবশ্যই প্রশাসনের খতিয়ে দেখা উচিত। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: প্রেম করে ঘর ছেড়ে না পালানোর শপথ শিক্ষার্থীদের

আরও পড়ুন: প্রতারণায় জড়িতের প্রমাণ পেলেই জবিতে ছাত্রত্ব বাতিল হবে: উপাচার্য

শিক্ষার্থীরা বলেন, আমরা আগামী রোববার এ ব্যাপারে ভিসি স্যারের সঙ্গে কথা বলব এবং আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেব।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মোত্তালেব হোসেন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথেষ্ট পরিণত। তারা যখন প্রেম করে তখন বিভিন্ন প্রত্যাশা ও বিয়ে করার আশা নিয়েই সম্পর্কে জড়ায়। পরে যখন দেখে ছেলে ভালো চাকরি করতে পারে না কিংবা মেয়ের সঙ্গে বনিবনা হয় না তখন পরিবারের কথা বলে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়।

তিনি বলেন, এসব কারণে কোনভাবে প্রেম ভেঙে গেলে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে যায়, এমনকি আত্মহত্যার পথও তারা বেছে নেয়। ইতোমধ্যে আমরা সামাজিক যোাগাযোগ মাধ্যমে এমন খবর বহু পেয়েছি এবং আমাদের ক্যাম্পাসেও এমন ঘটনা ঘটেছে৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে আমাদের শিক্ষকরা কাজ করছেন। এ ব্যাপারে ভিসি স্যারও যথেষ্ট আন্তরিক। তবে আজ মিছিল ও সমাবেশ করা শিক্ষার্থীরা আসলে কি ধরনের সহযোগিতা চায় তা তাদের স্মারকলিপি হাতে পাবার পর বলা যাবে।

আনোয়ারায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ২
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশে চাকরি, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • ১৯ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
  • ১৯ জানুয়ারি ২০২৬
দাবি আদায়ে ইসি সদিচ্ছা প্রকাশ না করলে সব পন্থা অবলম্বন করবো…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ও জামায়াতকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না: বিএন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9