কুবিতে বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ

১০ মার্চ ২০২২, ০৯:৪৪ PM
বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক প্রতিযোগিতা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।

বৃহস্পতিবার (১০ মার্চ) কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনের সঞ্চালনায় ও সভাপতি দীপ্ত ব্রত দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা: হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জয়-পরাজয় থাকবে এটা স্বাভাবিক। একজন বিতার্কিক সবসময় সারা পৃথিবীর সম্পর্কে খোঁজখবর রাখে। আজকে বিতর্কের মধ্যে উভয় পক্ষ চেষ্টা করেছে গঠনমূলক যুক্তি দেওয়া চেষ্টা করেছে।

আরও পড়ুন : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে সরকার পতনের বৃহৎ কর্মসূচি 

কোষাধ্যক্ষ বলেন, একজন বিতর্কিক সবসময় বাস্তব ও তাত্ত্বিক যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে। তাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এমন সংগঠনের সাথে সংযুক্ত থাকা উচিত।

এছাড়া আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং ডিবেটিং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬