নওগাঁ-ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪ PM
মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার বৈঠক © সংগৃহীত

দেশে আরও দুইটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভার্চুয়াল মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় দুইটি হচ্ছে- বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ,  ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। সভায় ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন, ২০২২’ এবং ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।

দেশে মোট ৫০টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন দুইটি বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ টিতে। দেশের প্রতিটি অঞ্চলে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নিয়েছে সরকার।

গত কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু সে হিসেবে বাড়েনি উচ্চ শিক্ষার আসন। এ কারণে অনেক শিক্ষার্থীই উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পান না। শিক্ষার্থীরা মনে করেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় সৃষ্টির মাধ্যমে তাদের জন্য উচ্চ শিক্ষা অর্জনের পথ মসৃণ হবে। তবে শিক্ষাবিদরা বলছেন, শুধু বিশ্ববিদ্যারয় প্রতিষ্ঠা করেই দায়িত্ব শেষ করলে হবে না। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে শিক্ষার গুণগত মান।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬