ভাষা শহীদদের প্রতি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৯ PM
ভাষা শহীদদের প্রতি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা © টিডিসি ফটো

একুশের প্রথম প্রহরে কবি নজরুল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কনকসাসের সভাপতি মাঈন উদ্দিন আরিফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন এর নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

এসময় কনকসাস’র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন, সাংগঠনিক সম্পাদক সবুজ আলম ফিরোজ, অর্থ সম্পাদক আতিক হাসান শুভসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ বলেন, ‘‘১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির দিনে ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ এ দাবিতে বাঙালিরা যখন রাজপথে নেমে এসেছিল, তখন পাকিস্তানিরা তার জবাব দিয়েছিল বুলেটের মাধ্যমে। বাংলার দামাল ছেলেরা মাতৃভাষা বাংলার জন্য বুকের তাজা রক্তে রাজপথ করেছিল রঞ্জিত। সেই রক্তের ছোঁয়া পেয়ে আশ্চর্য দ্রুততায় গোটা জাতি জেগে উঠেছিল তার শেকড়ের টানে।

আরও পড়ুন: প্রমিত ভাষা ব্যবহার জরুরি: ঢাবি উপাচার্য

তিনি বলেন, পাকিস্তানিদের সৃষ্টি করা সাম্প্রদায়িকতা তাতে কোন বাদ সাধতে পারেনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি সেদিন এক হয়ে একটিই প্রতিজ্ঞা করেছিল- মায়ের ভাষার সম্মান রাখবই, নিজের সংস্কৃতিকে ধারণ করবই।বাংলা আমার প্রাণের সম্পদ। এ তাই মহান একুশের প্রহরে বাংলা ভাষার মর্যাদা রক্ষাই হোক এ সময়ের তরুণ প্রজন্মের অঙ্গীকার।

এর আগে সকাল ৯টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম, উপাধ্যক্ষ ড. খালেদা নাসরীন ও শিক্ষক পরিষদের সম্পাদক এবি এস এ সাদী মোহাম্মদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে বিভিন্ন বিভাগ, কর্মচারী সমিতি, শাখা ছাত্রলীগ, শাখা ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, নজরুল বিতর্ক অঙ্গন, বিএনসিসি, রোভার স্কাউট, বাংলা সাহিত্য পরিবার, সাহিত্য সংসদ, বাঁধনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬