সার্চ কমিটিতে বেরোবির সাবেক ভিসি ড. কলিমউল্লাহর নাম, শিক্ষক সমিতির নিন্দা

১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ PM
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ © ফাইল ফটো

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নাম নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির তালিকায় অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সংসদের এক সভায় এই নিন্দা প্রস্তাব আনা হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম জানান, বিগত চার বছরে ভিসি হিসেবে দায়িত্বে থেকে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে ধ্বংস করেছেন। তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করেও তার দুর্নীতির প্রমাণ পেয়েছে। এমন একজন দুর্নীতি পরায়ন ব্যক্তি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলে রাষ্ট্র হুমকির মুখে পড়বে বলে আমি মনে করি। তাই নাজমুল আহসান কলিমউল্লাহর নাম সার্চ কমিটির তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানাই।

শিক্ষক সমিতির সদস্য ও নীল দলের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান মন্ডল বলেন, ‘ড. কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বানিজ্য, টেন্ডার বানিজ্য, নৈতিক স্খলনসহ সকল ধরণের অপকর্মের অভিযোগ রয়েছে। তাই এমন দুর্নীতিবাজকে দিয়ে রাষ্ট্রের কল্যাণ হতে পারে না।’

শিক্ষক সমিতির সভাপতি মো: শরিফুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুর্নীতিবাজ উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর নাম থাকার বিষয়টি আমাদেরকে বিস্মিত করেছে। আমরা হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। এমন একজন দুর্নীতি পরায়ন মানুষের নাম কীভাবে সার্চ কমিটির তালিকায় থাকতে পারে বলে প্রশ্ন এই শিক্ষক নেতার।

প্রসঙ্গত, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চার বছর উপাচার্য থাকাবস্থায় লাগাতার অনুপস্থিতিসহ একাডেমিক, প্রশাসনিক, আর্থিক অনিয়মের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করেন। তার দুর্নীতির প্রামাণ্য দলিলসহ ৭৯০ পৃষ্টার একটি শ্বেতপত্র প্রকাশ করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬