বিজয় দিবসে ঢাকা কলেজে নানা কর্মসূচি

ঢাকা কলেজ
ঢাকা কলেজ  © ফাইল ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজে উদযাপন করা হবে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস। বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাকা কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’ প্রকাশ

এতে বলা হয়, বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম দেয়া। মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে ঐতিহ্যবাহী ঢাকা কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা হতে কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা করা হবে। ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। বেলা বারোটায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ। দুপুর দেড়টায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত,যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ঢাকা কলেজ মসজিদে বিশেষ দোয়া। বিকেল তিনটায় মুক্তিযোদ্ধাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি উপস্থাপন অনুষ্ঠান। স্মৃতিচারণ করবেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ সীমন।

আরও পড়ুন: ঢাকা কলেজে শিক্ষার্থীদের জন্য আইসোলেশন সেন্টার

বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী যে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন স্বাস্থ্যবিধি মেনে পতাকা দন্ড হাতে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান।

এছাড়াও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে দিনব্যাপী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা কলেজে যুক্ত হলো নতুন চারটি বাস

এসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে এমন প্রত্যাশার কথা জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যথাযোগ্য মর্যাদায় ঢাকা কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হবে। আমরা চাই শিক্ষার্থীরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে ইতিহাস সম্পর্কে জানুক। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অংশ নিক। কেননা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাতেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence