ইবি শিক্ষক সমিতির নির্বাচন আজ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২১, ০৮:৪৬ AM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনকে ঘিরে সরব প্রার্থীরা। স্ব-স্ব প্যানেলকে জয়ী করতে বিরামমহীনভাবে শিক্ষকরা চালাচ্ছে প্রচার-প্রচারণা। নির্বাচনকে ঘিরে যেন এক আমেজের সৃষ্টি হয়েছে।
এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী সংগঠন শাফলা ফেরামের প্যানেলে সভাপতি পদে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও প্রক্টর ড. জাহাঙ্গীর হেসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। প্রথমে শাপলা ফোরাম নিজেরা দুটি ভাগে বিভক্তির দিকে এগিয়ে গেলেও শেষ সময়ে এসে সমাঝোতা করে এক হয়।
আরও পড়ুন: সব মহলের সহযোগিতা পেলে ডাকসু নির্বাচন আবার হবে: ভিসি
এদিকে, নির্বাচনে বিএনপি পন্থী সংগঠন জিয়া পরিষদ ও জামায়াতপন্থী সংগঠন গ্রীণ ফোরাম এক প্যানেলে নির্বাচন করছেন। এতে সভাপতি পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং সাধরণ সম্পাদক পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান নির্বাচন করছেন।
আরও পড়ুন: কিভাবে এলো নির্বাচন, কেন এলো ভোট?
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সংগঠন সাদা দলের প্যানেলে সভাপতি পদে ব্যবস্থপনা বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. সরফরাজ নওয়াজ এবং সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম নির্বাচন করছেন।
আরও পড়ুন: দেশের নির্বাচন কমিশন শক্তিশালী ও স্বাধীন: তথ্যমন্ত্রী
নির্বাচনী তফসিল সূত্রে জানা যায়, শিক্ষক সমিতির নির্বাচন আগামী (১২ ডিসেম্বর) রোববার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে ভোটগ্রহণ চলবে বলে জানা গেছে। এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। ১২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ওইদিনই ফল প্রকাশ করা হবে।
নির্বাচনের বিষয়ে রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এ কে এম আব্দুস ছোবহান বলেন, শিক্ষক সমিতির নির্বাচন সু্ষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। সকলের সহযোগিতায় আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।
উচ্চশিক্ষা থেকে আরও পড়ুন