জবির ছাত্রী হলে মাত্র ৬২৪ সিটের বিপরীতে আবেদন তিন হাজার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬২৪ আসনের বিপরীতে ওঠার জন্য আবেদন করেছেন প্রায় তিন হাজার শিক্ষার্থী। গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তারা আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা নাসরিন।

তিনি জানান, হলে ৬২৪ আসনের বিপরীতে দুই হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এত শিক্ষার্থী থেকে ৬২৪ জনকে বাছাই করা কষ্টসাধ্য, তবে যারা মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনা করছেন সিট দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের আর্থিক সমস্যা ও ঢাকার বাইরের জেলার শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

তিনি আরও জানান, যারা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সঙ্গে যুক্ত এক্ষেত্রে সবাইকে বিবেচনা করা হবে না। এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে।

এর আগে ২০১১ সালের জানুয়ারি মাসে জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রকল্পের কাজ শুরু হয়। এরপর ২০২০ সালের শেষের দিকে হলের কাজ সম্পন্ন হয়। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান। হলটি ২০তলা ভিত্তির উপর ১৬তলা ভবন নির্মিত হয়েছে।


সর্বশেষ সংবাদ