প্রধানমন্ত্রীর জন্মদিনে জাককানইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫টি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাককানইবি ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব-এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান এবং নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এর আগে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন দেখে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা।
এদের প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার সোনার বাংলা বিনির্মাণে বদ্ধপরিকর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।