কুবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৬ PM
বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাচুর্য়াল ক্লাসরুমে ‘গ্রিন এনার্জি: অ্যা ওয়ে টুইয়ার্ডস দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্স ইন বায়োলজি: মেডিক্যাল রেডিও আইসোটোপ প্রোডাকশন টু নিউক্লিয়ার মেডিসিন’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী।

প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কুমিল্লার এই শালবন বিহারে এক সময় জ্ঞান চর্চা হতো। সেই জায়গায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সাধনার অপূর্ব জায়গা, জ্ঞান সৃষ্টির আদর্শ জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাঁরা পিএইচডি করেছেন তাঁরা একজন দার্শনিক এবং জ্ঞানের উচ্চমাত্রায় অবস্থান করেন। এই কর্মশালায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬