শিক্ষার্থীদের গবেষণায় অনুদান দেবে খুলনা বিশ্ববিদ্যালয়

১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) © লোগো

গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুদান দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২১৪ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

জানা যায়, চলতি ২০২১-২২ অর্থ বছর হতে স্নাতকোত্তর (মাস্টার্স) এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা গবেষণার অনুদানের জন্য আগ্রহী প্রার্থীরা ডিসিপ্লিন প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলের ডিন বরাবর ২৬ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

গবেষণা– অনুদান সংক্রান্ত নীতিমালা থেকে জানা যায়, থিথিস টার্মে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে কয়েকজনকে ৫০০০ হাজার টাকা হারে গবেষণা অনুদান প্রদান করা হবে। এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা গবেষণার অনুদান হিসাবে ৮০০০হাজার টাকা ও ১০০০০ হাজার টাকা পাবেন। এই গবেষণার অনুদান প্রতি ০৬ মাস অন্তর প্রদান করা হবে।

এই গবেষণা অনুদানের সময়সীমা হবে ১২ মাস তবে প্রোগ্রামের মেয়াদ ১২ মাস বা তার অধিক হলেও একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ১২ মাস বা এক বছরের জন্য গবেষণা অনুদান পাবেন।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে যারা পূর্ণকালীন/খন্ডকালীন শিক্ষার্থী হিসাবে এমফিল এবং পিএইচডির প্রোগ্রামে ভর্তি হবেন, সেসকল গবেষককে সর্বোচ্চ ২৪ মাস ও ৪৮ মাসের জন্য গবেষণা অনুদান দেওয়া হবে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট  কমিটি আবেদনকারীদের  থেকে যাচাই-বাছাই করেই শিক্ষার্থীদেরকে চূড়ান্তভাবে মনোনীত করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, ‘যেহেতু আমাদের এখানে আগে কখনও এ সুযোগটা ছিল না। বর্তমান প্রশাসন এ উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার দিক থেকে আরও এগিয়ে যেতে পারে।’

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্…
  • ১৪ জানুয়ারি ২০২৬
লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9