৯টি দেশের ১৮৫ জনকে হারিয়ে আন্তর্জাতিক সম্মাননা পেলেন জাককাইনবির শিক্ষার্থী

২৩ আগস্ট ২০২১, ০৩:৪৬ PM
আশরাফুন নাহার

আশরাফুন নাহার © ফাইল ছবি

আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন বাংলাদেশ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুন নাহার। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের, গ্রাফিক ডিজাইন বিভাগের, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। এশিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনের আয়োজনে বেস্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো ৯টি দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থী। 

অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৬ জনকে বেস্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যার মধ্যে বাংলাদেশ থেকে পুরস্কৃত হন আশরাফুন নাহার। 

বাংলাদেশ থেকে ৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই আয়োজনে। যারা প্রত্যেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

বাকি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, আশরাফুন নাহার,  শ্রাবণী দাস, তাসনোভা শারমিন, শর্মিষ্ঠা রায়, মো. জাহিদ হোসেন, রাখি আক্তার, সোনিয়া তাবাসসুম। এছাড়াও বাংলাদেশ থেকে অনুষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল মনজুর এলাহী।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জাককাইনবির চারুকলা অনুষদের পক্ষে ড. সিদ্ধার্থ দে। বিভাগ আরো জানায় শিক্ষার্থীদের শিল্পকর্ম অনলাইনে সংগ্রহ করা হয় এবং শিল্পকর্মগুলো ভার্চুয়ালি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে  মালয়েশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশ। এছাড়া ডিগ্রি শোকেস উপস্থাপনা এবং শিল্প ও নকশা জগতের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়। 

 

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬