আগামী সপ্তাহে অনলাইন পরীক্ষার তারিখ জানাবে কুবি

০৫ আগস্ট ২০২১, ০৮:১৯ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য কমিটির দেয়া তথ্যের ভিত্তিতে আগামী সপ্তাহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনলাইন পরীক্ষার বিষয়ে গঠিত কমিটি সার্বিক বিষয়ের কর্মকৌশল প্রস্তুত করেছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) চূড়ান্ত মিটিং করে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। সে অনুযায়ী আগামী সপ্তাহে জরুরি একাডেমিক কাউন্সিল করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হবে।

এ বিষয়ে অনলাইন পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন. তোফায়েল আহমেদ বলেন, যে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে তাদের নীতিমালাকে যাচাই-বাছাই করে খসড়া প্রণয়ন করা হয়েছে।

এর আগে, ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদকে কমিটির আহ্বায়ক এবং আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম. সাইদুর রশীদকে সদস্য সচিব, সকল অনুষদের ডিনদের সদস্য, সিএসই এবং আইসিটি বিভাগের বিভাগীয় প্রধানদের সদস্য করে কমিটি গঠন করা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়টির বেশিরভাগ শিক্ষার্থীও অনলাইনে পরীক্ষা গ্রহণের পক্ষে মত দিয়েছেন।

‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ দেখা গেছে, ৬৬ শতাংশেরও বেশি শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহী। আর ৩৪ শতাংশ শিক্ষার্থী অনলাইননে পরীক্ষা দিতে আগ্রহী নয়। এই ৩৪ শতাংশের মধ্যে সরাসরি অনলাইনের বিপক্ষে ১৭ শতাংশ, ঈদের পর সশরীরে পরীক্ষা দিতে চান ১৫ শতাংশ, অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন চান ১ শতাংশ এবং বাকীরা অটোপাস ও শুধু ইনকোর্স অনলাইনে দিতে চান।

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬