ইবি শিক্ষার্থীদের টীকা নিতে নিবন্ধনের নির্দেশ

০৩ জুলাই ২০২১, ০৯:২৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে পারবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক শিক্ষার্থীরা। এ জন্য শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউজিসি থেকে আমাদের চিঠি এসেছে। চিঠির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যেই আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপে নাম নিবন্ধনের জন্য বলা হয়েছে।

তিনি বলেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছে তাদেরও অতি দ্রুত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে (সঠিক এনআইডি নম্বর সহ) ইউজিসি থেকে প্রেরিত পত্র মোতাবেক সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিবন্ধন লিংক- (https://surokkha.gov.bd/enroll)।

এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশনের জন্য বলা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে ওই সময় ইসালামী বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৭৮৬ জন অর্থাৎ ৪৩ শতাংশ৷ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করেন। অনলাইনে রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীরাসহ ভ্যাকসিন নিতে আগ্রহী আবাসিক সব শিক্ষার্থীকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে বলেছেন ইবি কতৃপক্ষ।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬