যবিপ্রবির পর খুবির ৮ শিক্ষক-কর্মকর্তার করোনা পজিটিভ
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জুন ২০২১, ০৮:০৭ PM , আপডেট: ২০ জুন ২০২১, ০৮:০৭ PM
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অন্তত আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোন ধরনের জনসমাগম ও বহিরাগত লোকজন প্রবেশ নিয়ন্ত্রণ করছে।
শুধুমাত্র জরুরি প্রয়োজনে আজ রবিবার ও আগামী বুধবার সীমিত পরিসরে প্রশাসনিক ভবনের অফিস খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক -কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আত্নীয়-স্বজন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা পজিটিভের খবর পাওয়া গেছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর এস এম আব্দুল আওয়াল, উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান মিজু ও তার পরিবার, সেকশন অফিসার নাসির জাহাঙ্গীর, উপ-রেজিস্ট্রার মঈনুল ইসলামের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে।
পড়ুন: খুবির সকল পরীক্ষা স্থগিত
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার শফিকুল ইসলাম, স্টোর শাখার সেকশন অফিসার শাহরিয়ার সুমনের পরিবার, ল্যাব এ্যাসিস্টেন্ট উজ্জ্বল কুন্ডু, ভাস্কর্য ডিসিপ্লিনের অফিস সহকারী লাভলু করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের কর্মচারি রিপনসহ বেশ কয়েকজন জ্বরে ভুগছেন বলে জানা গেছে।
খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিপন বলেন, আমাদের কর্মকর্তাদের মাঝে কয়েকজন করোনায় আক্রান্ত বলে খবর পেয়েছি। এর মধ্যে সেকশন অফিসার নাসির জাহাঙ্গীরের অবস্থা বেশ জটিল বলে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্তের বিষয় সম্পর্কে জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে মিটিংয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল (১৯ জুন) শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাসহ ৮ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে।