বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়ার নির্দেশনা পায়নি স্বাস্থ্য অধিদপ্তর

১৫ জুন ২০২১, ০৮:৪৪ AM
করোনা টিকা

করোনা টিকা © ফাইল ফটো

করোনার টিকা না দিয়ে বিশ্ববিদ্যালয় খোলা হবে না বলে জানিয়েছে সরকার। তবে কবে নাগাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

জানা গেছে, গত রোববার উপহার হিসেবে দেয়া চীনের সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। এর আগে আরও পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। এসব টিকা মেডিকেল শিক্ষার্থী ও মেডিকেল সংশ্লিষ্টদের প্রয়োগ করা হবে। ১৯ তারিখ থেকে এসব টিকা দেয়ার কথা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া কবে শুরু হবে তা এখনও নিশ্চিত হয়নি।

আরো পড়ুন এসএসসি-এইচএসসির জন্য প্রয়োজনে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি। এ বিষয়ে সরকারের নির্দেশ পেলে আমরা টিকা দেয়ার কাজ শুরু করব।

১৯ তারিখ থেকে মেডিকেল শিক্ষার্থীদের টিকা হবে জানিয়ে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেলে এই টিকা দেয়ার পর রেজাল্ট ভালো এসেছে। এখন এটা মেডিকেল এবং আইসিটি শিক্ষার্থীদের এটি দেয়া হবে।

টিকা দেয়ার ব্যাপারে সরকারের নির্দেশ এলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে জানিয়ে মিজানুর রহমান বলেন, অনেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ইতিমধ্যে করা আছে। বাকিরাও করবে। রেজিস্ট্রেশন আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে প্ল্যাগিং করা হয়। এরপর শিক্ষার্থীরা সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে স্বীকার করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি, এটা সত্য কথা। এগুলো পলিটিক্যাল কমিটমেন্ট। প্রশাসনিক কমিটমেন্ট এখনও হয়নি।

জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬