লাখ টাকা আর্থিক সহায়তা নিয়ে ক্যাম্পাসের দোকানীদের পাশে শিক্ষার্থীরা

০৮ মে ২০২১, ০৯:১৯ PM
দোকানীদের হাতে হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হচ্ছে

দোকানীদের হাতে হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হচ্ছে © টিডিসি ফটো

ক্যাম্পাসের দোকানীদের মাঝে এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। ঈদকে সামনে রেখে আনন্দ ভাগাভাগি করতে এ সহায়তা দিয়েছেন বলে জানান আয়োজকরা।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের আমতলায় দোকানীদের হাতে নগদ অর্থ তুলে দেন শিক্ষার্থীর। এ সহায়তা করেছেন ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের সংগঠন আলোড়িত ৩০, অদম্য ৩১, বন্ধন ৩২ ও সঞ্জিবনী ৩৩।

জানা গেছে, এ সময় ৭৫ জন দোকানী ও দোকান সহকারীর মাঝে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও ১০ জন নারী দোকানী ও দোকান সহকারীকে শাড়ি উপহার দেওয়া হয়।

শিক্ষার্থীদের দেওয়া সহায়তায় সন্তোস প্রকাশ করে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকার খাবার হোটেলের মালিক আলেয়া খাতুন বলেন, অনেক দিন হোটেল বন্ধ থাকায় খুব কষ্টে দিন পার করছি। ছাত্র-ছাত্রীরা আমাদের যতটুকু সহযোগিতা করেছে আমরা তাতেই খুশি। আল্লাহ তাদের ভালো করুক এই দোয়া করি।

এ বিষয়ে আয়োজক শিক্ষার্থীর জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মহীন মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছিলাম। আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করেছি। অল্প হলেও কর্মহীন এসব মানুষদের হাতে সহায়তা তুলে দিতে পারায় ভালো লাগছে। এ কাজে চার ব্যাচের শিক্ষার্থীদের যারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

লকডাউনে ক্ষতিগ্রস্থ দোকানীদের জন্য ‘হাসিমুখে ঈদ’ প্রতিপাদ্য নিয়ে এ অর্থ সংগ্রহ করেন শিক্ষার্থীরা। সহায়তা প্রদান অনুষ্ঠানে ব্যাচ ভিত্তিক সংগঠনগুলোর প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন শেষ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু, জ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘সর্ব মিত্রের’ প্রতি ঘৃণাটা ইন্সটিংটিভলি ‘চাকমার’ উপর যেয়ে …
  • ২৭ জানুয়ারি ২০২৬
৩০ জানুয়ারি নোয়াখালীতে আসছেন জামায়াতের আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬