ইবিতে নতুন সাত সিন্ডিকেট সদস্য নিয়োগ

০৫ মে ২০২১, ১০:১৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন সাত সিন্ডিকেট সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট আব্দুল হামিদ কর্তৃক আগামী ২ বছরের জন্য তারা মনােনীত হয়েছেন।

আজ বুধবার (৫ এপ্রিল) রাষ্ট্রপ‌তি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, সিন্ডিকেট সসদ্য হিসেবে মনোনিতরা হলেন- ১৯ (১) (ঘ) ধারা অনুযায়ী- পাবনা আলিয়া মাদ্রাসার অধক্ষ্য আনছারুল্লাহ এবং বাগেরহাটের দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব তুষার কুমার গাইন। ১৯ (১) (ঙ) ধারা অনুযায়ী- ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান।

১৯ (১) (চ) ধারা অনুযায়ী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মিথিলা তানজীল।

এছাড়া ১৯ (১) (ঝ) ধারা অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এবং ঢাকার লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকমল হােসেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমােদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশােধিত আইন,২০১০) এর ১৯ (১) (ঘ), ১৯ (১) (ঙ), ১৯ (১) (চ), ১৯ (১) (ঝ) এবং ১৯ (২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীতরা আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু, জ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘সর্ব মিত্রের’ প্রতি ঘৃণাটা ইন্সটিংটিভলি ‘চাকমার’ উপর যেয়ে …
  • ২৭ জানুয়ারি ২০২৬
৩০ জানুয়ারি নোয়াখালীতে আসছেন জামায়াতের আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬