আবাসিক শিক্ষকের করোনা পজিটিভ, আতঙ্কে শিক্ষক-কর্মকর্তারা

১০ এপ্রিল ২০২১, ০৯:৩১ PM
ইবি শিক্ষক জাফর আলী

ইবি শিক্ষক জাফর আলী © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক জাফর আলীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়ার দুই দিন পর বিষয়টি প্রকাশ পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিক শিক্ষক-কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় করোনায় পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছেন একই বিভাগের প্রভাষক শাহাবুব আলম।

জানা গেছে, প্রভাষক জাফর আলী মালয়েশিয়ায় পিএইচডি গবেষণার উদ্দেশ্যে যাওয়ার পূর্বে করোনা পরীক্ষা করান। গত বৃহস্পতিবার তিনি এর রিপোর্ট হাতে পান। রিপোর্টে তার পজিটিভ আসে। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের কর্ণফুলী (আবাসিক) ভবনে তার বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।

তিনি বিষয়টি আবাসিক কমিটিকে জানিয়েছেন বলেও জানিয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক শাহাবুব আলম।

এদিকে, করোনার নমুনা পরীক্ষা দেওয়ার পর তাকে ক্যাম্পাসে স্বাভাবিক চলাফেরা করতে অনেকেই দেখেছেন বলে জানিয়েছেন একাধিক শিক্ষক। এতে শারীরিক নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির বাকি আবাসিক শিক্ষকরা।

কর্ণফুলী ভবনের আবাসিক শিক্ষক ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, ‘তিনি করোনায় আক্রান্ত বিষয়টি অধ্যাপক মামুন অবগত ছিলেন। কিন্ত আমরা একই ভবনে থাকার পরও আমাদের বিষয়টি জানানো হয়নি।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়েও জাফর আলী অবাধে ঘুরে বেড়িয়েছেন। এতে আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কায় আছি।

এ বিষয়ে আবাসিক কমিটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘আবাসিক কমিটির সভায় ৩ সদস্য বিশিষ্ট নিরাপত্তা বিষয়ক কমিটি করা হয়েছে। কমিটি আবাসিক ভবনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬