ঢাবিতে সীমিত পরিসরে উদযাপন হবে বাংলা নববর্ষ

  © ফাইল ফটো

করোনার ঊর্ধ্বমুখিতার কারণে সীমিত পরিসরে পালন করা হবে এবারের বাংলা নববর্ষ। চারুকলা অনুষদ চত্বরে ১০০ জনের একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রাটি সীমাবদ্ধ থাকবে চারুকলা অনুষদ চত্বরেই।

সোমবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সভায় প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, চারুকলা অনুষদর ডিন অধ্যাপক নিসার হাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মা. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মা. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন অনুষদর ডিন, বিভিন হলর প্রভাস্ট, সিনেট-সিন্ডিকট সদস্য এবং প্রক্টরিয়াল টিমর সদস্যরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ