জাতীয় ফুটবল দলে ডাক পেলেন ইবি শিক্ষার্থী মেহেদী
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৩:৩৭ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ০৩:৩৩ PM
নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৯ মার্চ) দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ত্রিদেশীয় সিরিজের ফুটবল খেলায় জাতীয় দলের হয়ে ডাক পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মেহেদী হাসান রয়েল। নেপালের ফুটবল মাঠে বাংলাদেশের হয়ে স্টাইগার হিসেবে খেলবেন তিনি।
মেহেদী হাসানের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুরে। তিনি বাংলাদেশের ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হয়ে নিয়মিত খেলাধুলা করেন এবং তিনি বিকেএসপির সাবেক ছাত্র ও খেলোয়াড়। এছাড়া বিজেএমসিসহ ২০১৬ সালে জাতীয় অনুর্ধ্ব ১৯ দলে খেলেছেন তিনি। বিশ্ববিদ্যালয় ফুটবল টিমেও তার রয়েছে নানা কৃতিত্ব। তার অসাধারণ খেলায় একাধিক চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বিশ্ববিদ্যালয় ফুটবল দলটি। তবে এবার বিশ্বকে জয় করার পালা।
জাতীয় ফুটবল দলে জায়গা করে নেওয়া মেহেদী হাসান রয়েল বলেন, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাওয়ার অনুভূতি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সত্যিই আমি অনেক আনন্দিত। আমি আমার বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে সর্বদা অনুপ্রেরণা দিয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
জাতীয় দলে ডাক পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠীরা রয়েলের জন্য শুভকামনা ও আনন্দ প্রকাশ করেছেন।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে এজন্য আমরা অত্যন্ত আনন্দিত ও তাকে অভিনন্দন জানাই। এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আগামীতে আমাদের শিক্ষার্থীদের খেলায় সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশা করি।’
উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক নেপাল আর বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী তৃতীয় দলটি হল কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা হবে। পরদিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৮ কিংবা ২০ মার্চ তারা নেপালের উদ্দেশ্যে উড়াল দেবে। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল উঠবে ফাইনালে।