করোনা: লাইফ সাপোর্টে ইবি ছাত্র উপদেষ্টা

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৮ PM
 অধ্যাপক সাইদুর রহমান ও ইবি লোগো

অধ্যাপক সাইদুর রহমান ও ইবি লোগো © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান রাজধানীর ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ক্রমেই তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা বিভাগের প্রফেসর ড. রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তার সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।

তিনি জানান, প্রফেসর ড. সাইদুর রহমান স্যারের অবস্থা সংকটাপন্ন। তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তার বিষয়টিকে ক্রিটিকাল বলে মনে করছেন। মাঝরাতের দিকে তার অক্সিজেন সেচুরেশন খুবই কমে যায়। রক্তচাপও মারাত্মকভাবে কমে যায়। পরে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় ভোরের দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অক্সিজেন ও ফুসফুস একেবারেই কাজ করছিল না।

প্রফেসর ড. রশিদুজ্জমান আরো জানান, বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্পেশাালাইজড হাসপাতালে গত তিনদিন আগে বিদ্যুত বিভ্রাট হওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।

গত ২৭ জানুয়ারি প্রফেসর ড. সাইদুর রহমারে সস্ত্রীক করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে গত ১১ ফেব্রুয়ারি তার অবস্থার উন্নতি হয়। সেদিন তাকে দুপুরের দিকে হাই ডেপেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে নেওয়া হয়।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬