এক দফা এক দাবি, আজকে হল খুলে দিবি— স্লোগান ইবি শিক্ষার্থীদের
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৬ PM
হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার ( ২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে একত্রিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না’, ‘একদফা একদাবি, আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকরা ভিতরে, আমরা কেন বাহিরে?’, ‘লাথি মার ভাঙরে তালা, খুলে ফেল হলের তালা’ সহ নানা শ্লোগানে ফেটে পড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে তো কিছু করা যাচ্ছে না।’
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা।