মাকে বাঁচাতে চলচ্চিত্রের স্বত্ব বিক্রি করছে সহপাঠীরা

১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬ PM

© ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদা রহমান তৌহিদা। তার মা মোছা. রাফুজা রহমান (৫৪) দীর্ঘদিন যাবত কিডনির সমস্যায় ভুগছেন। এমতাবস্থায় মায়ের চিকিৎসার জন্য নিজেদের নির্মিত চলচ্চিত্রের স্বত্ব বিক্রির পদক্ষেপ নিয়েছে তার সহপাঠীরা।

জানা গেছে, রাফুজা রহমানের কিডনিতে সমস্যা থাকার কারণে রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস করা প্রয়োজন। কিন্তু ডায়াবেটিস থাকায় তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি হার্ট ও ফুসফুসে সমস্যা এবং নিউমোনিয়াসহ আরও বিভিন্ন রোগ দেখা দিয়েছে। 

অনেকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় এখন অর্থ সংকটে সেটুকুও বন্ধ হওয়ার পথে। জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তার চিকিৎসার জন্য কম করে হলেও আরো ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসা চলমান রাখতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। পড়াশোনার পাশাপাশি নির্মাণ করা কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বত্ব বিক্রির পদক্ষেপ নিয়েছে তারা। চলচ্চিত্রসমূহঃ Sun Flower (Avik Talukdar), Jeremy (Samiul Karim Shuptak), Total Bangladesh 5 Ton (Golam Muntakim), 24 Hours in Dhaka (Samiul Karim Shuptak), Bishpipra (Ahsabul Yamin), Death Theory (Sizu Shahriyer), Fireflies (Sizu Shahriyer)।

শিক্ষার্থীরা জানান, তাদের নির্মিত শর্টফিল্ম গুলো বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক ফেস্টিভালে সমাদৃত এবং পুরস্কৃত হয়েছে। কোনো ওটিটি প্লাটফর্ম, প্রোডাকশন বা কোনো অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইট কিংবা মিডিয়া হাউজ যদি চলচ্চিত্রগুলোর কপিরাইট তাদের সাধ্যমত মূল্যে কিনে নেয়, তাহলে প্রাপ্ত অর্থ সম্পূর্ণ তৌহিদার মায়ের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। চলচ্চিত্রগুলোর কপিরাইট কিনবার আগে তা যেকোনো ব্যক্তি বা প্রোডাকশন দেখার সুযোগ রয়েছে।

স্বত্ব কেনার জন্য যোগাযোগঃ

ই-মেইলঃ ahsabulyamin01@gmail.com
muntakimg@gmail.com
aviktalukder3a@gmail.com

মোবাইল নম্বরঃ

গোলাম মুনতাকিম-  +8801723415257
আহসাবুল ইয়ামিন-  +8801768970108
অভিক তালুকদার-  +8801725-840482
সামিউল করিম সুপ্তক- +8801709-016289
শাহারিয়ার সিজু-  +8801724-724713

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

বিকাশ একাউন্ট নাম্বার: 01925694097 (তৌহিদার বড় বোন, তানিয়া রহমান)
ব্যাংক একাউন্ট: Shimanto bank- Tania Rahman- 1001114002424

তৌহিদার মায়ের চিকিৎসার জন্য অনলাইন ফান্ডিংয়ের লিংক- https://l.facebook.com/l.php?

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬