© ফাইল ফটো
বিশ্বের ৩০ হাজার বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়েবোমেট্রিক্স’-এর জানুয়ারি ২০২১ সংস্করণে বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই র্যাংকিংয়ে অবনতি ঘটেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি)।
ওয়েবোমেট্রিক্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাককানইবির অবস্থান ৮০তম ও সারাবিশ্বে অবস্থান ১৪ হাজার ৬ শত ৭২তম। ২০২০ সালের জুলাই সংস্করণে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশের মধ্যে ৭০তম এবং সারাবিশ্বে ১৪ হাজার ২০তম ছিল।
তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৬৩৪), দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৭০২) এবং তিনে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২১৮১)।
পড়ুন: বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা ঢাবি
এছাড়া তালিকায় শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি সরকারি মেডিকেল কলেজের স্থান হয়েছে। তালিকার ৫৬তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ, ৬৭তম স্থানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৭২তম স্থানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ৮২ ও ৮৩তম স্থানে যথাক্রমে ময়মনসিংহ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রয়েছে। তাছাড়া তালিকায় স্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজেরও। প্রতিষ্ঠানটি ১৭৩তম স্থানে রয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করে আসছে এবং প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এ র্যাংকিং প্রকাশ করে আসছে।