তৃতীয় বর্ষে পা দিল জাককানইবি ক্যারিয়ার ক্লাব
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে। আয়োজনে ক্যারিয়ার ক্লাবের ফাউন্ডার সদস্যবৃন্দসহ প্রায় ৭৫ জনেরও অধিক ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সোমবার (০৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী বেশ কিছু প্রোগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ক্লাবের সদস্যদের নিয়ে ভার্চুয়াল মিটআপ, ‘কার্নিভাল আর্টিকেল’ কনটেস্ট, রম্য বিতর্ক এবং ওয়েবিনারসহ আরো বিভিন্ন রকম আয়োজন অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি হায়দার আলী খান রনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ক্লাবটি গত তিন বছর যাবত অনেক সফলতার সাথে এগিয়ে চলছে। ক্লাবের তৃতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখানে কর্পোরেট প্রফেশনালদের সাথে ক্যারিয়ার বিষয়ে অনলাইনে সরাসরি আলোচনার সুযোগ রয়েছে।
সাধারণ সম্পাদক রাহাত তালুকদার বলেন, বিগত বছরগুলোতে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেরকম জাকজমক আয়োজন, কর্পোরেট সেমিনার কিংবা ওপেন এয়ার কনসার্ট, সাংস্কৃতিক আয়োজন থাকতো এবছর করোনা মহামারীর জন্য এরকম কিছু আয়োজন করা সম্ভব হচ্ছেনা বলেই, ক্লাব কর্তৃপক্ষ পুরো আয়োজনটি অনলাইনে করেছে।
প্রসঙ্গত, জাককানইবি ক্যারিয়ার ক্লাব ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিলো। ক্লাবটি গত তিন বছর যাবত সফলতার সাথে বিভিন্ন ন্যাশনাল ইভেন্ট, কম্পিটিশন, জব ফেয়ার, ক্লাব কার্নিভালসহ অসংখ্য কর্পোরেট সেমিনার আয়োজন করেছে।