জাককানইবিতে বন্ধুসভার নতুন কমিটি
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৯:১৭ AM , আপডেট: ১০ জানুয়ারি ২০২১, ০৯:১৭ AM
‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার অনলাইন প্লাটফর্ম গুগল মিটের মাধ্যমে নবগঠিত এই কমিটি ঘোষণা করা হয়। এরপর নবনিযুক্ত কমিটি সদস্যরা সকলের সম্মিলিত কাজে শুদ্ধ বন্ধুত্বের প্রত্যয়ে এগিয়ে যাবার শপথ গ্রহণ করেন। এসময় কমিটির উপদেষ্টা মণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মানছূরা বিনতে আমিন এবং সাধারণ সম্পাদক ১২তম ব্যাচের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ফোকলোর বিভাগের শিক্ষার্থী রাফিয়া ইসলাম ভাবনা।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ-সভাপতি মাহমুদুল রাফিক ও রাজিয়া সুলতানা মৌ, যুগ্ম-সাধারণ সম্পাদক নওসাদ আল সাইম ও আসাদুজ্জামান বাপ্পি, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেবাঞ্জন সরকার, নারী বিষয়ক সম্পাদক জিনিয়া জাহান, যোগাযোগ সম্পাদক তানভীর আহমেদ, পাঠচক্র সম্পাদক অনামিকা সিংহ উর্মি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. এরশাদ প্রমুখ।
নবনিযুক্ত কমিটির সভাপতি মানছূরা বিনতে আমিন জানান, সামনের দিনগুলোতে বন্ধুসভাকে ঘিরে অনেক পরিকল্পনা আছে। সময়োপযোগী বেশ কিছু ইভেন্ট নিয়ে কাজ করবো। সেইসাথে মানবতার সেবায় বন্ধুসভাকে আরও বেগবান রাখবো। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মউন্নয়নে বেশকিছু ওয়ার্কশপ, সেমিনার প্রভৃতি আয়োজন করবো।
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মনিরুল ইসলাম বলেন, প্রথমআলো বন্ধুসভা একটি সামাজিক ও পাঠকের সংগঠন। সাধারণ সম্পাদক হিসেবে জাককানইবি বন্ধুসভাকে নিয়ে সবসময় এমন কাজ করবো যেন তা মানুষের উপকার সাধন করতে পারে।