বাস স্টাফ কর্তৃক চবি শিক্ষার্থী মারধরের শিকার

  © টিডিসি ফটো

অতিরিক্ত ভাড়া না দেওয়ায় বাসের ড্রাইভার ও হেল্পার কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চবি প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারীরা এই অবরোধ করে। পরে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে অবরোধ স্থগিত করে তারা।

অবরোধকারী শিক্ষার্থীদের থেকে জানা যায়, মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র অমিত মাহমুদ রাফি ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. রবিন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট এলাকায় দ্রুতযান সার্ভিসের একটি বাসের ড্রাইভার ও স্টাফরা তাদেরকে মারধর করে।

তবে এ বিষয়ে জানতে ভুক্তভোগী শিক্ষার্থীদের একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বাসে বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র মারধরের শিকার হয়েছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা গেট বন্ধ করে অবরোধ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, বাসের ড্রাইভারদের সাথে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে গণ্ডগোল হয়েছিল। তারা কিছু সময় মূল ফটক বন্ধ রেখেছিল। পরে, আমাদের সাথে কথা বলে খুলে দিয়েছে। আগামীকাল পুলিশসহ বাসের হেল্পার এবং ড্রাইভারদের সাথে ভুক্তভোগী শিক্ষার্থীরা বসে বিষয়টা সমাধান করবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে।


সর্বশেষ সংবাদ