ওপেন ইন্টারনেট চ্যালেঞ্জ-এ চ্যাম্পিয়ন ইবির বিল্লাল

২৭ ডিসেম্বর ২০২০, ১১:৪৩ AM
মো. বিল্লাল হোসেন

মো. বিল্লাল হোসেন © সংগৃহীত

কিশোর-কিশোরী এবং তরুণদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের বার্ষিক জাতীয় অনুষ্ঠান হলো নিউট্রিশন অলিম্পিয়াড। শনিবার অনুষ্ঠিত এই অলিম্পিয়াডের আয়োজন করে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) ফাউন্ডেশন।

প্রতিবারের মতো এবারো বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের আয়োজন করেছে অলিম্পিয়াড কর্তৃপক্ষ। আয়োজিত কার্যক্রমের একটি হলো- ওপেন ইন্টারনেট চ্যালেঞ্জ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. বিল্লাল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি খাদ্য ও প্রযুক্তি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

জানা যায়, ওপেন ইন্টারনেট চ্যালেঞ্জ প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৯টি বিশ্ববিদ্যালয় ও ৫টি গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসব প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন ইবির এই শিক্ষার্থী।

এর আগেও যুক্তরাষ্ট্রের দ্য হ্যাঙ্গার প্রজেক্টের অঙ্গসংস্থা ‘ইয়ুথ এন্ডিং হ্যাঙ্গা’ এর আইডিয়া কনটেস্টে অংশ নিয়ে প্রথম পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি পুরস্কৃত হন।

বিল্লাল নিউট্রিশন ক্লাব ও পুষ্টিবিদ ফাউন্ডেশন ইবি শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাগো নিউজের ফিচার লেখকসহ বিভিন্ন গণমাধ্যমের কলাম লেখকও।

উল্লেখ্য, বাংলাদেশে নিউট্রিশন ক্লাবের পথচলা শুরু ২০১৫ সালে বিআইআইডির হাত ধরে। বর্তমানে সাড়ে চার হাজারেরও বেশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের শিক্ষার্থীরা নিউট্রিশন নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। এই ছোট-বড় ক্লাবগুলোকে একত্রিত করে বিআইআইডি ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে নিউট্রিশন অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। তবে করোনা মহামারির কারণে এবার এটি অনলাইনে অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬