দুর্ঘটনার কবলে ইবির বাস, আহত তিন

দুর্ঘটনায় বিধ্বস্ত ইবির বাস
দুর্ঘটনায় বিধ্বস্ত ইবির বাস  © টিডিসি ফটো

পণ্যবাহী ট্রাকের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ার আলামপুরের কাছাকাছি এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মালেকা, কর্মচারী সমিতির সভাপতি আঞ্জুমান আরার স্বজন এবং অন্যজন হলেন গাড়ি চালক। আহত তিনজনের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা।

বাসে থাকা যাত্রীরা জানায়, ক্যাম্পাস শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বহনকারী বাসটি (কুষ্টিয়া ক ১১-০০০২) কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। আনুমানিক সাড়ে তিনটার দিকে বাসটি বিত্তিপাড়া ছাড়িয়ে আলামপুরের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সামনের গ্লাস এবং সামনের অংশের ডানপাশে বডি ভেঙ্গে যোয়। পণ্যবাহী ট্রাকটি হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়ে নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। পণ্যবাহী ট্রাকটি নছিমনকে ওভারটেক করতে গেলে ট্রাকের সাথে আমাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমাদের গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। আমাদের বাসটি কুষ্টিয়ার কাস্টম মোড়ের ডিপোতে নিয়ে আসা হয়েছে। মহাসড়কে নছিমন, বডবটির কারণে এর আগেও এরকম ঘটনা ঘটেছে।’


সর্বশেষ সংবাদ