প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুবির ৬ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খু্বি) ৮টি অনুষদের বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষার্থী। গত ৬ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আতিয়ার রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনীতরা হলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের তন্ময় বৈরাগী (সিজিপিএ- ৩.৯৩)। জীববিজ্ঞান স্কুলের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ফারহান তানভীর (সিজিপিএ ৩.৯৭)। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শাহানাজ আক্তার (সিজিপিএ-৩.৮৬)। সমাজবিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের রোজিনা আক্তার (সিজিপিএ-৩.৮২)। কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের জান্নাত আরা রহমান (সিজিপিএ-৩.৫৮) এবং চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের আসমা চৌধুরী (সিজিপিএ-৩.৮৫)।

উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়।


সর্বশেষ সংবাদ