বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু ১ নভেম্বর

৩১ অক্টোবর ২০১৯, ১০:১৮ AM

© ফাইল ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১ নভেম্বর)। এ বছর মোট ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগের দুই হাজার ৭৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ আসনে  মোট এক লাখ ৩১ হাজার ১১২ শিক্ষার্থী আবেদন করেছেন। তথ্যমতে, প্রতিটি আসনে ভর্তি পরীক্ষায় লড়বেন প্রায় ৪৮ জন শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, এফ ও জি ইউনিট ১ নভেম্বর, ডি ও ই ইউনিট ২ নভেম্বর, সি ও এইচ ইউনিট ৮ নভেম্বর, এ, বি এবং আই ইউনিটের পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ৫৫ একরের ছোট পরিসরের এ বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় লক্ষাধিক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া অসম্ভব। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হল-ভবনের ব্যবস্থা না থাকায় একাডেমিক ভবনের মাঝখানে ত্রিপল টানিয়ে এবং বিভিন্ন বিভাগের বারান্দায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি  জানান, ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোতে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 

এদিকে দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এসময় হলগুলোতে পর্যাপ্ত পানি, বিদ্যুৎ এবং খাবার সরবরাহ থাকবে এমনটি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট কর্তৃপক্ষ। এছাড়াও কনজুমার ইয়ুথ বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর  সেবা কেন্দ্র চালু থাকবে।

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬