প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়তে ১০ দফা দাবি পিডিএফের

২২ জুলাই ২০১৯, ০৮:৫৩ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসকে প্রতিবন্ধীবান্ধব রূপে গড়ে তুলতে ১০ দফা দাবি নিয়ে উপচার্য ড. ফারজানা ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন পিডিএফের (physically-challenged Development foundation) জাবি শাখা ।

তাদের দশ দফা দাবির মধ্যে রয়েছে কাজের সুবিধার্থে কক্ষ বরাদ্দ, হলগুলোতে র‌্যাম্প ও হাই-কমোডযুক্ত টয়লেটের ব্যবস্থা, অনুষদ ও প্রশাসনিক ভবনে র‌্যাম্পের ব্যবস্থা, দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইলের ব্যবস্থা, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কোটায় আসন সংখ্যা ১৫ থেকে ২০ জনে বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অপেক্ষমাণ তালিকা প্রণয়ন, লাইব্রেরীতে আলাদা আসনের ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে সকল নিয়োগে প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ে ব্রেইলি লেখা ছাপানোর মেশিন সংযুক্ত করার আবেদন জানান ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার ভবনে উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন পিডিএফের সভাপতি কাজল আলী, সাধারণ সম্পাদক রবিউল নোমানসহ ৩০ জন সদস্য, পিডিএফের প্রধান উপদেষ্টা অধ্যাপক আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা। এসময় তারা উপাচার্যকে ব্রেইলি অক্ষরে লেখা ‘বাংলাদেশের সংবিধান ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ উপহার প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, তোমরা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছ। আমাদের কর্তব্য তোমাদের সামনে এগিয়ে নেওয়া। আমরা ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের ’আওতায় নির্মিত ভবনগুলোতে তোমাদের ( প্রতিবন্ধী) সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রাখবো।

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬