কুবি নজরুল হলের সভাপতি ইমরান, সম্পাদক আশিক
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৭:৩১ PM , আপডেট: ২৮ জুন ২০১৯, ০৭:৩১ PM
দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শাখা ছাত্রলীগের কমিটির প্রায় ২৫ মাস পর এই কমিটি দেয়া হয়।
শুক্রবার (২৮জুন) ভোর ৫ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে বাংলা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেনকে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আশিক আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে মোট ৮২ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নাজমুল হাসান পলাশ, মেহরাব হোসেন শোভন, ফখরুদ্দিন পারভেজ, অমিত ভৌমিক, জাহিদুল ইসলাম, ইমাম হোসেন রুবেলসহ মোট ১৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিফাত ফয়েজ, সাদ ইবনে সাইদ, মাহমুদুর রহমান, আহসানুল হক শিপন, নিজাম উদ্দিন নিরব, শাহ ফাহিম সহ মোট ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে আতিকুর রহমান হৃদয়, রুহুল আমিন হৃদয়, সাজু আহমেদসহ মোট ৯জন।
এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন কৃত্তি অনিমেষ, দপ্তর সম্পাদক বায়েজিদ বোস্তামি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তারেকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ মে শাখা ছাত্রলীগের ১১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর প্রায় ২৫ মাস পর নজরুল হলের এ কমিটি দেয়া হয়। এর আগে ২০১৪ সালের অক্টোবরে এক বছরের জন্য কাজী নজরুল ইসলাম হলের কমিটি দেয়া হয়। এরপর প্রায় ৪ বছর কমিটি শূণ্য থাকার পর এবার কমিটি ঘোষণা করা হয়।