খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি

২৩ জানুয়ারি ২০২৬, ১১:০২ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০২ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাক্রমের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তি হয়েছেন, তাদের জন্য নির্ধারিত তারিখে ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের প্রোফাইলে যেসব ডিসিপ্লিনে ‘Admitted’ স্ট্যাটাস প্রদর্শিত হচ্ছে, সেই ডিসিপ্লিনে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ওইদিন সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য সকল নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সর্বশেষ মেরিট লিস্ট প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের আয়সিটি সেলের তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাক্রম ৮২৯ পর্যন্ত। এআরসি ইউনিটে মেধাক্রম ৭১ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে। 

‘বি’ ইউনিটে কোনো আসন ফাঁকা না থাকায় মেধাক্রম ৬১১ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে। এছাড়া ‘সি’ ইউনিটে কোটা মিলিয়ে মাত্র ১–২টি আসন ফাঁকা রয়েছে এবং এখানে ভর্তি হয়েছে মেধাক্রম ৬০৯ পর্যন্ত। FA ইউনিট ও ‘ডি’ ইউনিটে কোনো আসন ফাঁকা নেই; যথাক্রমে মেধাক্রম ৮৩ ও ১২৯ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬