ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫৪.১৯ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ১০টায় ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এ পরীক্ষায় সারা দেশের ৬৫৮টি কেন্দ্রের মাধ্যমে ১৯০৪টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ১ লাখ ৬০ হাজার ৮১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৫৪ দশমিক ১৯ শতাংশ।

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং result.nu.ac.bd থেকে নিজ নিজ ফলাফল জানা যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!