বিএড শিক্ষাকে বিশ্বমানের করতে বিদ্যমান সিলেবাস সংস্কারের তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির

প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ  © সংগৃহীত

উচ্চশিক্ষাকে কর্মমুখী ও আধুনিক চাহিদাভিত্তিক করতে বিদ্যমান সিলেবাসে সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বিএড শিক্ষাকে বিশ্বমানের করতে হলে বর্তমান সিলেবাসকে যুগোপযোগী করে পুনর্গঠন করা অত্যন্ত জরুরি।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) শহীদ শাদাত আলী কনফারেন্স রুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বছর মেয়াদি বিএড শিক্ষাক্রম সংশোধন ও পরিমার্জন কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস চ্যান্সেলর জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয় নানা পদক্ষেপ নিয়েছে। স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আইসিটি ও ইংরেজি কোর্স বাধ্যতামূলক করার পাশাপাশি দেশ–বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হচ্ছে উচ্চশিক্ষায় আধুনিকতা ও উৎকর্ষ নিশ্চিত করতে।

তিনি আরও বলেন, সারা দেশের প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ লাখ শিক্ষার্থীকে গুণগতমানসম্পন্ন কর্মমুখী শিক্ষা প্রদানে বিএড ও এমএড ডিগ্রিধারীরাই মূল চালিকা শক্তি। সিলেবাস সহজভাবে শেখানোর কৌশল শিক্ষকরা বাস্তবায়ন করতে পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন করা সম্ভব। তিনি আইইআর-কে বিএড সিলেবাস সংস্কার ও পরিমার্জনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান এবং জানান যে সংশোধিত সিলেবাস পাওয়া মাত্রই তা কার্যকর করা হবে।

আইইআরের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় আইইআরের শিক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিনিধি, বিভিন্ন টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence