কলেজ পরিচালনা পর্ষদ গঠনে পরিবর্তন আনা হচ্ছে: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৭ PM
চট্টগ্রাম সার্কিট হাউজে মতবিনিময় সভা

চট্টগ্রাম সার্কিট হাউজে মতবিনিময় সভা © জনসংযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কলেজ পরিচালনা পর্ষদ গঠনে পরিবর্তন আনা হচ্ছে। এক্ষেত্রে কলেজ অধ্যক্ষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।

তিনি বলেন, সিলেবাস সংস্কারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং শিল্প ও প্রতিষ্ঠানের চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে শিক্ষা জীবন শেষে দ্রুত সময়ের মধ্যে চাকরি অথবা উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে পারে দেশের লাখ লাখ তরুণ-তরুণী। দীর্ঘসময় তাদের বেকার থাকতে না হয়। সিলেবাস সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের পরামর্শ ও মতামত সম্মানের সাথে গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংস্কারের বিষয়ে নিজ নিজ কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের অবহিত করার জন্য অধ্যক্ষদের সহযোগিতা চেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, বিভিন্ন কারিগরি ও প্রফেশনাল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান উৎসাহিত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদের দ্রুত চাকরি প্রদানের লক্ষ্যে চাকরিদাতা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, চট্টগ্রামের মত ব্যবসায়িক গুরুত্বপূর্ণ জেলায় প্রফেশনাল ট্রেইনিং ইনস্টিটিউট নেই। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কম। তাই বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে নতুন নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানান প্রফেসর আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুল মালেকের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ নানা সমস্যার কথা তুলে ধরেন।

যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9